উত্তরদিনাজপুর

রায়গঞ্জ মহকুমা শাসক টি.এন শেরপা-কে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার আরও এক শিক্ষক

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মহকুমা শাসক টি.এন শেরপাকে হেনস্থার মামলায় গ্রেপ্তার আরও এক শিক্ষক। প্রসঙ্গত, দুই শিক্ষক প্রদীপ সিনহা ও মনোজ ভৌমিককে গ্রেফতার করার পর শনিবার গভীর রাতে রায়গঞ্জের অশোকপল্লী এলাকার শিক্ষক সঞ্জিত দাসের বাড়িতে হানা দেয় পুলিশ। হানা দিয়ে গ্রেপ্তার করে সঞ্জিত দাসকে। 

উল্লেখ্য, গত ১৬ ই মে প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের রহস্যমৃত্যুর প্রতিবাদ ও ভোটকর্মীদের সুরক্ষার দাবীতে আন্দোলন নামেন শিক্ষকরা। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে রায়গঞ্জ শহর। শহরের ঘড়িমোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সেই সময় রায়গঞ্জের মহকুমা শাসক টি.এন শেরপা-র সাথে আন্দোলনরত সরকারি কর্মীদের বচসা তীব্র আকার ধারণ করে। উত্তেজিত শিক্ষকদের হাতে চূড়ান্ত হেনস্থার শিকার হন মহকুমা শাসক। বিক্ষোভের দিন ধাক্কাধাক্কি, কিল, ঘুষি সহ মহকুমা শাসককে লক্ষ্য করে জুতো ও জল ছোড়েন বিক্ষোভকারীরা। এই ঘটনার পরেই মহকুমা শাসকের উপর হামলার অভিযোগ দায়ের করেন তাঁর নিরাপত্তারক্ষী। ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে আরও ৬২ জন শিক্ষককে চিহ্নিত করে তাঁদের এই মামলায় যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসন। ৬২ জন শিক্ষকের মধ্যে দুই শিক্ষক প্রদীপ সিনহা ও মনোজ ভৌমিককে গ্রেরফতা করা হয়। পরে শনিবার গভীর রাতে রায়গঞ্জের অশোকপল্লীর এলাকার শিক্ষক সঞ্জিত দাসের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজি করা হয়েছে বলে জানা যায়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/fPIi46iReXs